চট্টগ্রাম টেস্ট: ৪ উইকেটে ৩৮ রান করে দ্বিতীয় দিন শেষ করল বাংলাদেশ
আগামীকাল খেলা শুরু হবে ১৫ মিনিট আগে
আলোক স্বল্পতার কারণে আজ অন্তত ১৭ ওভার কম খেলা হয়েছে। সেই ঘাটতি কিছুটা পুষিয়ে নিতে আগামীকাল তৃতীয় দিনের খেলা শুরু হবে ১৫ মিনিট আগে। অর্থাৎ, সকাল ৯টা ৪৫ মিনিটে।
৪ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে করেছে ৬ উইকেটে ৫৭৫ রান। সেই রানের জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে ৩৮ রান তুলতেই হারিয়েছে ৪ উইকেট। উইকেটে আছেন অধিনায়ক নাজমুল হোসেন(৪*) ও মুমিনুল হক(৬*)।
প্রথম ইনিংসে পিছিয়ে আছে ৫৩৭ রানে। দক্ষিণ আফ্রিকার ইনিংসে সেঞ্চুরি করেছেন তিনজন—ডি জর্জি, স্টাবস ও মুল্ডার। তাইজুল নিয়েছেন ৫ উইকেট।
Post a Comment